About Me

Home/About
Abdur Rahman MP

Presidium Member
Bangladesh Awami League

১৯৫৪ সালের ৯ই মার্চ, বৃহত্তর ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়ায় মা আয়েশা’র কোল আলোকিত করে পৃথিবীর বুকে জন্ম নেন আব্দুর রহমান। পিতা মোঃ শরিয়তউল্যা ও মাতা আয়েশা শরিয়তউল্যার খুব আদরের ছিলেন মোঃ আব্দুর রহমান। গ্রামের সুজলা-সুফলা, শষ্য-শ্যামলা প্রকৃতি, নদী ও পাখির কলতানে বেড়ে ওঠা ডানপিটে আব্দুর রহমানের স্কুল জীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়ের প্রক্টররের দায়িত্ব পালনকালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গেলে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। কিশোর আব্দুর রহমান তখন বোয়ালমারীর খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন। স্কুলের ছাত্রছাত্রী এবং সহপাঠীদের নিয়ে শিক্ষক ড. শামসুজ্জোহাকে হত্যার তাৎক্ষনিক প্রতিবাদ করেন এবং বোয়ালমারীতে কালুখাল ভাটিয়াপাড়া রেল সংযোগে টানা চারঘন্টা রেল অবরোধ করে রাখেন। অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদী চরিত্র থেকেই রাজনীতিতে আসেন এবং পরবর্তীতে খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য যুবকদের অনুপ্রেরণা যুগিয়ে সংঘবদ্ধ করেছেন। ভারতের রানাঘাট ক্যাম্পে ট্রেনিং নেন এবং ট্রেনিং শেষে দেশে ফিরে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন প্রতিবাদী ছাত্রনেতা আব্দুর

আরও পড়ুন

রহমান। ১৯৭৩ সালে ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং ১৯৭৪ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তুমুল ছাত্র জনপ্রিয়তার কারনে। কলেজে অধ্যয়ন অবস্থায়, ১৯৭৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে প্রতিরোধ আন্দোলন ও সংগ্রামের নেতৃত্ব দেন এবং দীর্ঘদিন কারা ভোগ করেন। মেধাবী ছাত্র নেতা জনাব আব্দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সফলতার সাথে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং যথাক্রমে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন দলের দায়িত্ব নিলেন ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে, তখন মূলত আব্দুর রহমান তাকে ঘিরেই তার নেতৃত্বের প্রতি নিঃশর্ত আস্থাশীল এবং আনুগত্য প্রকাশ করেছেন এবং বঙ্গবন্ধু কন্যা বিভিন্ন সময়ে আব্দুর রহমান কে যে দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব টুকু সঠিকভাবে পালন করেছেন। ১৯৮১ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যনির্বাহী সদস্য, এবং পরবর্তীতে সাংগঠনিক দক্ষতার কারণে ১৯৮৪ সালে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হন। ১৯৮৬ সালে সারাদেশে প্রচণ্ড ছাত্র জনপ্রিয়তার কারণে, ছাত্র নেতৃত্বের গুনাবলীতে আকৃষ্ট হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুর রহমান কে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। তিনি ১৯৮৬-৮৮ ইং দেয়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেন। নিঃশর্ত আদর্শিক ও প্রতিবাদী চরিত্রের এই ছাত্রনেতা সফলভাবে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে শক্তিশালী গণ-আন্দোলন গড়ে তোলেন। পরবর্তীতে ২০০১-০২ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্বেক্ষক সদস্য ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ১৭ তম সম্মেলনে, ২০০২-০৯ ইং মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০০৮ সালে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীক নিয়ে ফরিদপুর-০১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের ১৯তম সম্মেলনে ২০০৯-১২ ইং মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হন। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত জন। ২০তম সম্মেলনে ২০১৬-১৯ ইং মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সভাপতিমন্ডলীর সদস্য হন এবং একইসাথে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Biography

Position Held

  • সদস্য, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড, বাংলাদেশ আওয়ামী লীগ
  • প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ
  • সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ (মেয়াদকালঃ ২০১৬-১৯ ইং, ২০তম সম্মেলন)
  • সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ (মেয়াদকালঃ ২০০২-০৯ ইং, ১৭তম সম্মেলন)
  • সাবেক কার্য নির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ (মেয়াদকালঃ ২০০৯-১২ ইং , ২০১২-১৬ ইং ১৮তম ও ১৯তম সম্মেলন )
  • পর্যবেক্ষক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ (মেয়াদকালঃ ২০০১-২০০২ ইং)
  • সাবেক সংসদ সদস্য, ২১১-ফরিদপুর-০১ আসন । (মেয়াদকালঃ ২০০৮-১৪ এবং ২০১৪-১৯ ইং )
  • উন্নয়নের রূপকার, মধুখালী ,বোয়ালমারী ,আলফাডাঙ্গা থানা
  • সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ (মেয়াদকালঃ ১৯৮৬-৮৮ ইং)
  • সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ (মেয়াদকালঃ ১৯৮৩-৮৫ ইং)
  • সাবেক কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ (মেয়াদকালঃ ১৯৮১-৮৩ ইং)
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা (মেয়াদকালঃ ১৯৭৩-৭৪ ইং)
  • সাবেক জি এস, সরকারি ইয়াছিন কলেজ ছাত্রসংসদ, ফরিদপুর (মেয়াদকালঃ ১৯৭৪ ইং)
  • সাবেক এ জি এস, সরকারি ইয়াছিন কলেজ ছাত্রসংসদ ফরিদপুর (মেয়াদকালঃ ১৯৭৩ ইং)
  • সাবেক সভাপতি, খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগ, বোয়ালমারী, ফরিদপুর(মেয়াদকালঃ ১৯৬৯ইং )

শিক্ষা জীবন

ঢাকা বিশ্ববিদ্যালয়

মেধাবী ছাত্র নেতা জনাব আব্দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সফলতার সাথে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং যথাক্রমে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন।

জন্ম গ্রহন ও পরিবার

  • ১৯৫৪ সালের ৯ই মার্চ, বৃহত্তর ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়ায় মা আয়েশা’র কোল আলোকিত করে পৃথিবীর বুকে জন্ম নেন আব্দুর রহমান। পিতা মোঃ শরিয়তউল্যা ও মাতা আয়েশা শরিয়তউল্যার খুব আদরের ছিলেন মোঃ আব্দুর রহমান।

রাজনীতিতে অংশগ্রহন ও পদমর্যাদা

  • আব্দুর রহমানের স্কুল জীবন থেকেই রাজনীতিতে হাতেখড়ি। স্কুলের ছাত্রছাত্রী এবং সহপাঠীদের নিয়ে শিক্ষক ড. শামসুজ্জোহাকে হত্যার তাৎক্ষনিক প্রতিবাদ করেন এবং বোয়ালমারীতে কালুখাল ভাটিয়াপাড়া রেল সংযোগে টানা চারঘন্টা রেল অবরোধ করে রাখেন।
  • ১৯৭৩ সালে ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজ ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক এবং ১৯৭৪ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তুমুল ছাত্র জনপ্রিয়তার কারনে। কলেজে অধ্যয়ন অবস্থায়, ১৯৭৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
  • ২০০১-০২ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্বেক্ষক সদস্য ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ১৭ তম সম্মেলনে, ২০০২-০৯ ইং মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০০৮ সালে জাতীয় নির্বাচনে বিপুল ভোটে নৌকা প্রতীক নিয়ে ফরিদপুর-০১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের ১৯তম সম্মেলনে ২০০৯-১২ ইং মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য হন। ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত জন। ২০তম সম্মেলনে ২০১৬-১৯ ইং মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সভাপতিমন্ডলীর সদস্য হন এবং একইসাথে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।